পিরোজপুর প্রতিনিধি : “উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এই স্লোগান নিয়ে ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে পিরোজপুরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, সনাক ও টিআইবি এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে দুর্নীতি বিরোধী দিবসের শুভ উদ্বোধন করেন।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ-মিজান স্মৃতি সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক শেখ গোলাম মাওলার সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক মাধবী রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান নাসিম আলী।
এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও দিবসটি উলক্ষে জেলার ৭ টি উপজেলায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে দিবসটি পালিত হয়েছে। ভান্ডারিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি উদ্যোগে উপজেলা পরিষদের সামনের রাস্তায় মানববন্ধন পরে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন অডিরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আঃ রশিদ হাওলাদার এর সভাপতিতে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াসিন আরাফাত রানা, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সোলায়মান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জহিরুল আলম, উপজেলা মহিলা বিষযক কর্মকর্তা আঃ ওহাব হাওলাদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম মিলন, শিক্ষিকা আফরোজা আক্তার মুক্তা প্রমূখ।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]