
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ৭:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১০, ২০২৩, ১২:২১ এ.এম
যশোরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর বিজয়ের ৫২ বছর উদযাপনের সাংস্কৃতিক পর্ব উদ্বোধন হলো ৫২টি জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে।
আজ শনিবার (৯ ডিসেম্বর) যশোর টাউন হল ময়দানে ৫২ জন মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, শিক্ষাবিদ, ও প্রশসনের কর্মকর্তা সমন্বয়ে ৫২টি জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ সাংস্কৃতিক পর্বের উদ্ভোদন করা হয়।
উদ্ভোধন করেন জেলা প্রশাক জনাব মোঃ আবরাউল হাছান মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন যশোর জোটের সভাপতি দীপংকর দাস রতন ও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধকালীন বাংলাদেশ লেবারেশন ফোর্স-এর বৃহত্তর যশোর জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি।সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন সাধারন সম্পাদক সানোয়ার আলম খান দুলু।
যশোর জেলা উদীচীর শিল্পী গোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় মুক্তিযুদ্ধের গান দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। তারপর আবৃত্তি করেন যশোরের বিশিষ্ট বাচিক শিল্পীরা।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।