
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ১২:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১২, ২০২৩, ৪:৩৭ পি.এম
শেরপুরের ঝিনাইগাতীতে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি’র উদ্যোগে গ্রাম পুলিশের মাঝে শীতবস্ত্র বিতরণ

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি : শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম এর নির্দেশে ঝিনাইগাতী থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া'র উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে উপজেলার ৭ইউনিয়নের ৭০জন গ্রাম পুলিশের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল প্রদান করা হয়েছে।
আজ ১২ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে থানা চত্তরে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় এসআই রাজিব ভৌমিক সহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্য সহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এসময় ঝিনাইগাতী থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া নিজ হাতে গ্রাম পুলিশদের হাতে শীতবস্ত্র প্রদান সহ তাদেরকে ন্যায় ও নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালনে আহবান করেন।
উল্লেখ্য যে, সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া ঝিনাইগাতী থানায় দুই বছরের অধিক সময় দ্বায়িত্ব পালন করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইসি'র নির্দেশে তিনি জেলার নালিতাবাড়ী থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মঙ্গলবার বিকেলে দ্বায়িত্বভার গ্রহন করেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।