
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৮, ২০২৫, ৯:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২৩, ৫:২১ পি.এম
কাউখালীতে বীর মুক্তিযোদ্ধাদের মুজিব কোট বিতরণ

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের মুজিব কোট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ই ডিসেম্বর) কাউখালী উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার উদ্যোগে উপজেলা প্রশাসন উপজেলার ১৩৭ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে মুজিব কোট বিতরণ করেন।
সকালে উপজেলা হলরুমে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মনু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এ,কে,এম আব্দুস শহীদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুজন সাহা, কাউখালী থানার অফিসার্স ইনচার্জ হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ও লাইকুজ্জামান মিন্টু।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা তার বক্তৃতায় বলেন, মুক্তিযোদ্ধারা জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান আগামী ২৬ শে মার্চ এর আগে কাউখালীতে শহীদ মুক্তিযুদ্ধদের স্মরণে একটি শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল banglaralonewsbd@gmail.com সিভি পাঠান: dainikbarisalerpran@gmail.com
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।