
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৭, ২০২৫, ৩:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৩, ১০:১৭ পি.এম
সলঙ্গার সাবেক সচিব পুত্র রিফাত ৪৩ তম বিসিএস এ সুপারিশ প্রাপ্ত হয়েছে

মোঃ আখতার হোসেন হিরন, সলঙ্গার (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জ সলঙ্গার অলিদহ গ্রামের কৃতি সন্তান,অত্র এলাকার আলোকিত মানুষ সাবেক অতিরিক্ত সচিব ও অতিরিক্ত মহাপরিচালক জনাব মোঃ আব্দুল মান্নান সরকারের সুযোগ্য সন্তান মোঃ মেহেদী হাসান রিফাত প্রশাসন ক্যাডার (সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট) মেধাক্রমঃ ৮৯, ৪৩ তম বিসিএস (সুপারিশ প্রাপ্ত) হয়েছে।
মেহেদী হাসান রিফাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্টে পড়ালেখা শেষ করেছে। ৪৩তম বিসিএস এ সুপারিশ প্রাপ্ত হওয়ার বিষয়টি জানাজানি হলে নিমিষেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরে। সিরাজগঞ্জের বিভিন্ন মহলের লোকজন ফেসবুকে ও মুঠোফোনে তাঁকে শুভেচ্ছা জানাতে শুরু করে। এরকম খবরে তার নিজ গ্রামের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অবিভাবকরাও এ ধরনের খবরে খুবই আনন্দিত।
এ বিষয়ে মেহেদী হাসান রিফাত’র সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রশাসন ক্যাডার তালিকায় আমার নাম অন্তর্ভুক্ত হওয়ায় আমি অনেক আনন্দিত। আল্লাহ তায়ার নিকট শুকরিয়া আদায় করছি এবং সেই সাথে আমার এলাকা এবং দেশবাসীর নিকট দোয়া চাই, আমি যেন এই মহৎ পেশা ও আমার উপড় অর্পিত দায়িত্ব্য সঠিক ভাবে পালন করতে পারি।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।