ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে ও জেলা প্রশাসনের সহায়তায় সংগঠনের শতাধিক দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে গৌরীপুর রেলস্টেশন এলাকায় সংগঠনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কম্বল বিতরণ করা হয়।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ আইউব আলী হাওলাদারের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গৌরীপুর পৌরসভার কাউন্সিল মোঃ আব্দুর রউফ মোস্তাকীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- সাংবাদিক মশিউর রহমান কাউসার, গৌরীপুর রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ি ইনচার্জ মীর্জা মুহম্মদ মুক্তা। বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার সভাপতি মোঃ রাসেল মিয়া ও সাধারণ সম্পাদক মোঃ রিপন মিয়া।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]