
প্রিন্ট এর তারিখঃ মার্চ ২০, ২০২৫, ৮:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১১, ২০২৪, ৭:৫৩ পি.এম
যশোরে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
যশোর জেলা গোয়েন্দা পুলিশ ১ শত পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী সবুজ অধিকারী ওরফে সঞ্জিত (৪৪) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সঞ্জিত যশোর জেলার কোতোয়ালি থানাধীন বিরামপুর কালীতলার মৃত নিরঞ্জন অধিকারীর ছেলে।
ঘটনার বিবরণ অনুযায়ী যশোর জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোঃ সোলায়মান আক্কাস, এসআই কাজী আব্দুল মান্নান, এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডল, এএসআই এসএম ফুরকানের সমন্বয়ে গঠিত একটি একটি চৌকস টীম গতকাল যশোর কোতয়ালী থানাধীন বিরামপুর কালীতলা মোড়ে অভিযান পরিচালনা করে ১ শত পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী সঞ্জিতকে গ্রেফতার করে।
এ সংক্রান্ত বিষয়ে এসআই মোঃ সোলায়মান আক্কাস বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য চোরাচালান ও নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা দায়ের করেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল banglaralonewsbd@gmail.com সিভি পাঠান: dainikbarisalerpran@gmail.com
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।