
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৪:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৯, ২০২৩, ১:২৭ পি.এম
পিরোজপুরে গাঁজা ও ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার
![]()
আল-আমিন হোসাইন: জেলা প্রতিনিধি (পিরোজপুর),
পিরোজপুরের নেছারাবাদে মো. সালামুন (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে ২ কেজি গাঁজা ও ৬ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৮ জুন) দুপুরে স্বরূপকাঠীর পৌসভার ৫নং ওয়ার্ডের আকলম গ্রামে ভগ্নিপতি মো. মারুফ তালুকদারের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সালামুন স্বরূপকাঠী পৌরসভার ৭নং ওয়ার্ডের জগৎপট্টি গ্রামের মো. ফজলুল হকের ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন দুপুরে নেছারাবাদ থানার এস আই মো. আব্দুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ আকলম এলাকায় মারুফের বাসায় অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মারুফ পালিয়ে গেলেও সালামুনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার দেহ তল্লাসী করে ০৬ পিস ইয়াবা উদ্ধার করে পরে সালামুনের দেয়া তথ্য অনুযায়ী তার ভগ্নিপতির বাসার খাটের নিচ থেকে আরও ২কেজি গাঁজা উদ্ধার করা হয়।
নেছারাবাদ থানার ওসি মো. জাফর আহম্মেদ জানান, গ্রেফতার সালমুনের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে এবং অপর আসামী মারুফকে গ্রেফতারের চেষ্টা চলছে। শুক্রবার সকালে সালামুনকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।