
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৮:১১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২১, ২০২৪, ১:০২ এ.এম
পেকুয়ায় ছাত্রলীগ নেতা আমিনের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

পেকুয়া প্রতিনিধি :-
কক্সবাজারের পেকুয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আমিনুর রশিদকে অবৈধ অস্ত্র দিয়ে ষড়যন্ত্রমূলক সাজানো মামলায় গ্রেপ্তারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীরা।
শনিবার (২০ জানুয়ারি) বিকাল ৪ টার দিকে পেকুয়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে ছাত্রলীগের নেতা কর্মী ও স্থানীয়রা পেকুয়া বাজারে এক বিক্ষোভ মিছিল করেন।
এসময় ছাত্রলীগের নেতাকর্মী, ব্যবসায়ী, আমিনুর রশিদের পরিবারের সদস্যরাসহ হাজারও মানুষ এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন।
মানববন্ধনে বক্তব্যে আমিনুর রশিদের বড়ভাই আব্দুল্লাহ আল মামুন বলেন, আমার ছোট ভাই আমিনুর রশীদকে প্রতিপক্ষের লোকজন ষড়যন্ত্রমূলক ভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে ভূল তথ্য দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে ফাঁসিয়ে দিয়েছে। আমার ছোট ভাই আমিন নির্দোষ। আমি এই মানববন্ধন থেকে তার নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।
উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এম পারভেজ উদ্দিন নিশান বলেন, ছাত্রনেতা আমিনুর রশিদ একজন দক্ষ সংগঠক। তাকে অবৈধ অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে। অবৈধ অস্ত্র দিয়ে ষড়যন্ত্রমূলক সাজানো মামলায় ছাত্রনেতা আমিনুর রশিদের দ্রুত নিঃশর্ত মুক্তির দাবি জানাই।
মানববন্ধনে ছাত্রনেতা আমিনুর রশিদের দ্রুত নিঃশর্ত মুক্তির দাবিতে উপস্থিতির মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, রাজাখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরান হাসান ইমরু।
বক্তারা দাবি করেন, গত ২৪ শে ডিসেম্বর পেকুয়া বাজার থেকে সাদা পোশাকধারী কিছু লোক কথা আছে বলে আমিনুর রশিদকে গাড়িতে তুলে নিয়ে যায়।
এরই ২ দিন পর গত ২৬ শে ডিসেম্বর ভোরে পেকুয়া সদরের মেহেরনামা বাজার পাড়া এলাকায় আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে দুইটি দেশীয় তৈরি এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার দেখিয়ে ছাত্রনেতা আমিনুর রশিদকে গ্রেপ্তার করে কক্সবাজার জেল হাজতে প্রেরণ করে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।