
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ১১:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২২, ২০২৪, ২:১৪ পি.এম
কাউখালীতে চিকিৎসকদের উপর হামলা প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত।
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সোমবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক সহ অন্যান্য সেবা দানকারীদের উপর নারকীয় হামলা, সরকারি গাড়িতে অগ্নিসংযোগ, অ্যাম্বুলেন্স, জরুরী বিভাগ সহ অন্যান্য সরকারি স্থাপনা ভাঙচুর ও বিনষ্টকরণের প্রতিবাদে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মুখে ঘন্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সুব্রত কর্মকার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার তৌফিক হাসান সৌরভ, ডাক্তার মোহাম্মদ ইশতিয়াক আহমেদ, ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম, ডাক্তার মাহবুব হোসাইন, ডাক্তার সাগরিকা রায়, ডাক্তার আসমা খানম, নার্সিং ইনচার্জ বাসন্তী রানী।
অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, মেডিকেল টেকনোলজিস্ট এবিএম আনিসুল হক। অনুষ্ঠানের বক্তারা অবিলম্বে দোষী ব্যক্তিদের আইনের আশ্রয় এনে শাস্তির দাবি জানান এবং প্রতিটি হাসপাতালে নিরাপত্তা জোরদার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।