
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৮, ২০২৫, ৮:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৯, ২০২৩, ৪:৫৫ পি.এম
যশোর জেলার শার্শা থানা এলাকা হতে ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৬।
![]()
প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনের পলাতক দন্ডপ্রাপ্ত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, মামলার অপ্রাপ্ত বয়স্ক ভিকটিমকে (১৪ বছর) স্কুলে যাওয়া আসার পথে গ্রেফতারকৃত আসামী মোঃ হাসান মোল্লা (৩২), পিতাঃ- মোঃ সোহরাব মোল্লা, থানা- শ্রীপুর, জেলা-মাগুরা, প্রায়শই উত্ত্যক্ত করতো এবং কুপ্রস্তাব দিত। এরই ধারাবাহিকতায় গত ০৯/০২/২০২৩ ইং তারিখ রোজ বৃহস্পতিবার সকালে ভিকটিম স্কুলে যাওয়ার সময় ফাঁকা রাস্তার উপর পৌছাইলে গ্রেফতারকৃত আসামি তার সহযোগীদের সহায়তায় ভিকটিমকে একটি মোটরসাইকেলে করে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। ভিকটিমের পিতা-মাতা ও আত্মীয়-স্বজনগণ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করিয়া ভিকটিমের কোন সন্ধান না পাইয়া ভিকটিমের মা মাগুরা জেলার শ্রীপুর থানায় অপহরণ করিয়া ধর্ষণ ও সহায়তা করার অপরাধে একটি নিয়মিত মামলা রুজু করেন।
র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্প, সংবাদ প্রাপ্তির সাথে সাথে উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে। গোপনে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বর্নিত মামলার ১নং আসামী মোঃ হাসান মোল্লা (৩২), পিতাঃ- মোঃ সোহরাব মোল্লা, থানা- শ্রীপুর, জেলা-মাগুরা'কে র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্প এবং র্যাব-১০ এর একটি যৌথ আভিযানিক দল গত ২৭/০৮/২০২৩ইং তারিখ রাতে যশোর জেলার শার্শা থানাধীন আহআঁচড়া এলাকা থেকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী স্বীকার করেছে সে ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে ধর্ষণ করেছে। এছাড়াও অপহৃত ভিকটিমকে উদ্ধারে র্যাব-৬, যশোর ক্যাম্পের অভিযান অব্যাহত আছে।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাগুরা জেলার শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।