
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৮, ২০২৫, ৬:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩১, ২০২৪, ৩:৩৭ পি.এম
কাউখালীতে উপজেলা তথ্য সেবা কেন্দ্রের উদ্যোগে নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত।
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালী উপজেলা তথ্য সেবা কেন্দ্রের উদ্যোগে শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প কর্তৃক মহিলাদের দৈনন্দিন সমস্যার সমাধানের লক্ষ্যে মঙ্গলবার বিকালে (৩০ জানুয়ারি) উপজেলার শিয়ালকাটি ইউনিয়নের ফলইবুনিয়া গ্রামের প্রাক্তন মেম্বার পান্না শিকদারের বাড়ির উঠানে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
সংরক্ষিত ইউপি সদস্য নাসরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা রুবাইয়া জাহান তামান্না, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহাসিন কবির। বিভিন্ন সমস্যা নিয়ে উপস্থিত নারীদের মধ্যে বক্তব্য রাখেন, শারমিন বেগম, মাফিয়া বেগম, রওশনারা শিল্পী প্রমুখ। অনুষ্ঠানে বাল্যবিবাহ প্রতিরোধ, যৌতুক নিরোধ আইন, পারিবারিক সহিংসতা, বিভিন্ন ফতোয়া, নারীদের বিরুদ্ধে সহিংসতা, আইনগত সমস্যা সহ বিভিন্ন ডিজিটাল সেবা সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।