
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ১১:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩১, ২০২৪, ১০:১৪ পি.এম
রাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে শৈত্যোৎসব ও পিঠা-পুলি মেলা
রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হতে যাচ্ছে শৈত্যোৎসব ও পিঠা-পুলি মেলা-১৪৩০। ক্যাম্পাস বাউলিয়ানার আয়োজনে এবং রিয়েল স্টার প্রোপার্টিস লিমিটেডের নিবেদনে অনুষ্ঠিত হবে এ মেলা।
আগামী ১-২ ফেব্রুয়ারি (বৃহস্পতি ও শুক্রবার) বিশ্ববিদ্যালয়ের শহীদ সুরঞ্জন সমাদ্দার ছাত্রশিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি) সংলগ্ন মাঠে "শীতের আমেজে পিঠার গন্ধে, বাউল মাতে মন-আনন্দে" প্রতিপাদ্যকে সামনের রেখে দ্বিতীয়বারের মতো আয়োজিত হবে এ মেলাটি।
বুধবার (৩১ জানুয়ারি) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়াতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান আয়োজকরা।
সংবাদ সম্মেলনে তারা জানান, মেলাটির উদ্বোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সাব্বির সাত্তার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর। এছাড়াও উপস্থিত থাকবেন ক্যাম্পাস বাউলিয়ানার সদস্যবৃন্দ।
সংবাদ সম্মেলনে ক্যাম্পাস বাউলিয়ানার কো-ফাউন্ডার কে এস কে হৃদয় বলেন, বিগত কয়েক বছর ধরে আমরা এ উৎসব পালন করে আসছি। ক্যাম্পাস বাউলিয়ানা সবসময় মূলধারার গানকে ভালোবেসে এবং লোকগানকে নান্দনিক রূপ দিতে চেষ্টা করে। শীতের আবেশে নানা রকম পিঠা মানুষকে প্রাণোচ্ছল করে। তাই সকল সাধারণ মানুষকে শীতের আমেজ পৌঁছাতে আমরা এ উৎসবের আয়োজন করছি।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের গানের দল 'ক্যাম্পাস বাউলিয়ানা'-এর আয়োজনে উৎসবের সার্বিক সহযোগিতায় আছেন রিয়েল স্টার প্রোপার্টিজ লিমিটেড। এছাড়াও আছেন হাস পাগল ও জেসিআই রাজশাহী।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।