
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৮, ২০২৫, ৬:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩১, ২০২৪, ১১:৪৪ পি.এম
উপজেলা নির্বাচনি হাওয়া বইছে তানোরে মাঠে আছে ময়না চেয়ারম্যান

দেলোয়ার হোসেন সোহেল:
আগামী উপজেলা নির্বাচনের হাওয়া বইতে শুরু করে ছে তানোরে উঠেছে চায়ের কাপে ঝড় জনগণের মাঝে আছে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতে বইতে শুরু করেছে উপজেলা নির্বাচনি হাওয়া।
নির্বাচনি হাওয়া নিয়ে রাজশাহী তানোর উপজেলার বিভিন্ন এলাকায় সরোজমিনে দেখা গেছে উপজেলা নির্বাচনি মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের সম্ভাব্য মনোনীত প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি বর্তমান সফল চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নাকে প্রায় প্রতিদিনি উপজেলার বিভিন্ন এলাকায় আলীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে গণসংযোগ উঠান বৈঠক সৌজন্যে সাক্ষাৎ চলমান রেখেছেন।
চলতি মাসের ৩০ জানুয়ারি বিকেলে মুন্ডুমালা পৌর সভার ময়েনপুর বটতলা মোড়সহ বিভিন্ন এলাকার জনসাধারণ ও আলীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন চেয়ারম্যান ময়না।
উল্লেখ্য তানোর উপজেলা নির্বাচনি হাওয়ায় বিএনপির প্রার্থী সহ স্বতন্ত্র কোন প্রার্থীকে নির্বাচনি গণসংযোগ বা উঠান বৈঠক করতে দেখা যায় নি।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।