
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৩:০২ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২৪, ৮:১৬ পি.এম
ফেনী ইউনিভার্সিটি আইন বিভাগের নতুন চেয়ারম্যানের যোগদান

ক্যাম্পাস প্রতিবেদক:
ফেনী ইউনিভার্সিটি আইন বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে যোগদান করেন সহযোগী অধ্যাপক ড. মোঃ নাহিদুল ইসলাম।গত (১ ফেব্রুয়ারি) আইন বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং( ৬ ফেব্রুয়ারি) অত্র বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।
উল্লেখ্য, নতুন চেয়ারম্যান প্রাইম ইউনিভার্সিটির আইন বিভাগের সিনিয়র প্রভাষক ও চেয়ারম্যান, গণ বিশ্ববিদ্যালয় এর আইন বিভাগের সহকারী অধ্যাপক, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) এর আইন ও বিচার বিভাগের সহযোগী অধ্যাপক, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, সিলেট এর আইন ও বিচার বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর আইন ও বিচার বিভাগের খন্ডকালীন শিক্ষক হিসেবে ও কর্মরত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।