
প্রিন্ট এর তারিখঃ মার্চ ২০, ২০২৫, ২:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩১, ২০২৩, ৯:৫৭ পি.এম
নওগাঁয় র্যাবের অভিযানে ১৩০ পিচ টাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারি যুবক আটক
![]()
মোঃ সারোয়ার হোসেন অপু নওগাঁ প্রতিনিধি,
নওগাঁর ধামইরহাটের মঙ্গলবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ১শ ৩০ পিচ টাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারি এক যুবককে আটক করেছে র্যাব। সত্যতা নিশ্চিত করে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্প থেকে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহী, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে ২৯ আগষ্ট নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন মঙ্গলবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ১শ ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ সোহেল রানা (৩৮) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়।আটককৃত সোহেল রানা জয়পুরহাট জেলা সদর উপজেলার পেচুলিয়া গ্রামের মৃত আব্দুল মজিদ এর ছেলে।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ সু-কৌশলে মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট জয়পুরহাট ও নওগাঁর জেলার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে পরবর্তীতে জয়পুরহাট ও নওগাঁ জেলার মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে। এঘটনায় ধামুরহাট থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন র্যাব।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।