
প্রেস বিজ্ঞপ্তি
পৃথক পৃথক অভিযান পরিচালনা করে রাজধানীর যাত্রাবাড়ী ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকা থেকে ০২ জন অপহরণকারী গ্রেফতার এবং তাদের হেফাজত হতে ০২ জন অপহৃত কিশোরী ভিকটিম উদ্ধার করেছে র্যাব-৩।
পৃথক অভিযান পরিচালনা করে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে দিনাজপুর জেলার বিরল থানাধীন এলাকার এক কিশোরীকে অপহরণকারী ১। আঃ জব্বার(২৭), পিতা-মৃত মফিজ উদ্দীন, সাং-মহব্বতপুর, থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুর’কে ০৪/০৬/২০২৩ তারিখ ১৫৩০ ঘটিকায় এবং রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা হতে ঝিনাইদহ সদর থানাধীন এলাকার এক কিশোরীকে অপহরণকারী ২। মোঃ সোহেল (২২), পিতা-মোঃ সিরাজ বিশ্বাস, সাং-চকঢোষ, থানা-ঝিনাইদহ সদর, জেলা-ঝিনাইদহ’কে ০৪/০৬/২০২৩ তারিখ ০০৩০ ঘটিকায় গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। গ্রেফতার করার সময় তাদের হেফাজত হতে অপহৃত দুই কিশোরীকে উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
অধিনায়ক জানান, ধৃত আঃ জব্বারের বিরুদ্ধে দিনাজপুর জেলার বিরল থানায় ২০/০৪/২০২৩ তারিখের একজন কিশোরীকে অপহরণের মামলা রয়েছে এবং ধৃত সোহেলের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় ০৮/০৪/২০২৩ তারিখের একজন কিশোরীকে অপহরণের পৃথক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিদ্বয় উভয়েই অপহরণের পর ভিকটিমদেরকে রাজধানীতে নিয়ে আসে এবং আইন শৃঙ্খলা বাহিনী ও ভিকটিমদের পরিবারের নজর এড়াতে পলাতক জীবনযাপন শুরু করে। ধৃত আসামিদের গ্রেফতারের পর ভিকটিমদ্বয়কে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
ধৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।