
মোঃ সারোয়ার হোসেন অপু বদলগাছি (নওগাঁ) প্রতিনিধি,
১১ টি উপজেলা নিয়ে গঠিত নওগাঁ জেলা। সেই ১১ টি উপজেলার একটি নওগাঁ সদর উপজেলা। নওগাঁ সদর উপজেলার চকপ্রাণে ২১ শে জানুয়ারি ১৯৩৯ সালে জন্ম গ্রহণ করেন নওগাঁর সিংহ পুরুষ বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আওয়ামী লীগ নেতা মরহুম আব্দুল জলিলের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। তিনি মৃত্যু বরন করেন ৬ মার্চ ২০১৩ সালে।
নওগাঁর সিংহ পুরুষ এবং নওগাঁ তথা উত্তর বঙ্গের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আওয়ামী লীগ নেতা মরহুম আব্দুল জলিল জন্ম গ্রহন করেন ১৯৩৯ সালের ২১ জানুয়ারি। তিনি ছিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ, ও ব্যবসায়ী। তিনি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের দূসময়ের কান্ডারী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর একান্ত আস্তাভাজন নেতা ও অত্যন্ত আপনজন। তিনি একবার বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নির্বাচিত হয়েছিলেন। তিনি বহুবার আওয়ামী লীগের উপদেষ্টা ও ছিলেন। ছিলেন বিরোধীদলীয় হুইপের দায়িত্ব পালন করছেন । সর্বশেষ তিনি বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সাবেক সফল বাণিজ্য মন্ত্রী ছিলেন। তার হাতেই নওগাঁ আধুনিক নওগাঁয় পরিনিত হয়েছে।
জানা যায়, ২০২৩ সালে বর্ষীয়ান এই রাজনীতি বিদের ১০ তম মৃত্যু বার্ষিকী।সেই লক্ষে নওগাঁ জেলা আওয়ামী লীগের আয়োজনে ৪ জুন রবিবার সকাল ১১.০০ টায় একটি স্মরণ সভা নওগাঁ নওজোয়ান মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সেই স্মরণ সভায় যোগদান করতে নাওগাঁয় গমন করেছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব ও নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্যের অন্যতম সদস্য এবং ৪৮ নওগাঁ ৩ বদলগাছি মহাদেবপুর আসনে আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশি মিঃ সুরেন্দ্র নাথ চক্রবর্ত্তী (সৌরেন) ও তার সমর্থক বৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, বদলগাছি উপজেলা চেয়ারম্যান মোঃ শামছুল আলম খান, মিঃ আপেল চক্রবর্ত্তী, মিঃ প্রলয় চৌধুরী পলু, রবিউল অনলাইন কম্পিউটার সেন্টার এ-র পরিচালক মোঃ রবিউল আউয়াল, বদলগাছি উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম রেজানুল করিম সুজন, বদলগাছি উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এস এম তৌফিক মান্নান পলাশ, নওগাঁ জেলা আওয়ামী যুবলীগের সদস্য মোঃ মহসিন, দোলায়ার,চঞ্চল, সাজু, কাজল দেবনাথ, বেলায়েত হোসেন, প্রভাষক শনত চক্রবর্ত্তী, সাবেক ছাত্র লীগ নেতা নয়ন হোসেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোরপরিষদ বদলগাছি উপজেলা শাখার যুগ্ম আহবায়ক গণেশ চৌধুরী, ছানোয়ার হোসেন, অসিম মন্ডল, রতন সাহা, আবুল কালাম, মোঃ মহসিন আলী মাষ্টার এবং দৈনিক বাংলার আলো নিউজ ও দৈনিক বরিশালের প্রাণ বদলগাছি উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ সারোয়ার হোসেন অপু, উপজেলা চেয়ারম্যান মোঃ শামছুল আলম খানের কন্যা শাপলা বানু, মাথুরাপুর ইউপির মেম্বার পরিমল চন্দ্র ও মোঃ আনিছুর রহমান মেম্বার সহ প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।