
মোঃ আবদুল্লাহ বুড়িচং।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় বিভিন্ন এলাকায় বোরো ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।
সরেজমিনে দেখা যায়, কৃষকদের মাঝে কেউ জমি চাষ দিয়ে প্রস্তুত করেছেন, কেউ বীজ তুলছেন আবার কেউ চারা লাগাচ্ছেন। ইতোমধ্যে জমি প্রস্ততসহ চারা উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।
পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর গ্রামের কৃষক আল আমিন জানিয়েছেন জমি চাষ, সার, কীটনাশক, শ্রমিকদের মজুরি ও সেচের পানিসহ কিছুর দাম বেশি। বর্তমানে উৎপাদন খরচ অনুযায়ী ধানের দাম কম। জীবন বাচাঁর তাগিদে শীত ও সব খচর উপেক্ষা করে বোরোর চাষ করেছেন তারা।
সদর ইউনিয়নের যদুপুর এর কৃষক দুলাল মিয়া বলেন, ভালো ফলনের আশায় শীত ও উৎপাদন খরচ উপেক্ষা করে কঠোর পরিশ্রম করছি আমরা। এরপরও ধান বিক্রিয় সময় উপযুক্ত দাম থেকে বঞ্চিত হচ্ছি। এখন ধান চাষ করে উৎপাদন খরচই ওঠে না।