
উজ্জ্বল কুমার দাস (কচুয়া, বাগেরহাট) প্রতিনিধি।।
কচুয়ায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা চেয়ারম্যান প্রার্থী কে এম ফরিদ হাসান খানজাহান আলী মাজার জিয়ারতের মধ্য দিয়ে আগাম উপজেলা নির্বাচনী প্রচারণা শুরু করেছে।
১১ ফেব্রুয়ারি রবিবার তার নিজ এলাকা হাজরাখালী থেকে মোটরসাইকেল শোভাযাত্রা মাধ্যমে কচুয়া সদর ইউনিয়ন, গোপালপুর, বাঁধাল ও রাড়িপাড়া হয়ে সকাল ১১ টার দিকে খানজাহান আলীর মাজারে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মাজার জিয়ারত করেন।পরে গজালিয়া, ধোপাখালী ও মঘিয়া হয়ে সন্ধ্যা ৬ টায় কচুয়া জিরো পয়েন্টে এসে একপথ সভায় রুপ নেয়।
মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি বিগতদিনে মানবতার কল্যানে যে ধরনের কাজ করেছি তা তুলে ধরার চেষ্টা করছি। আমি মনেকরি এগুলো আপনারা তুলে ধরলে জনগণের ভালোবাসা, সহযোগিতা ও তাদের সারা পেলে এখানে অন্যদের চেয়ে ব্যাপক ভোটের মাধ্যমে আমি নির্বাচিত হব। আপনি নির্বাচিত হলে কচুয়া বাসীর জন্য কি করবেন?
সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বেকারত্ব দুর করার জন্য যে ধরনের সুযোগ সুবিধা রয়েছে সেগুলো প্রস্তুত করে এমপি মহোদয়ের মাধ্যমে অনেক কিছু করতে পারবো। এছাড়া চিকিৎসা, শিক্ষা বেকারত্ব নিরসনের জন্য এমপি মহোদয়ের যে কাজগুলো চলছে তা আরো বেগমান করবো। যেহেতু তিনি বাগেরহাট জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক তাই দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোন ইচ্ছে নেই বলেও তিনি জানিয়েছেন।