
নুরুন নাহার বেবী। নিজস্ব প্রতিবেদক
দীর্ঘদিন ধরে জমি নিয়ে বেতখাই গ্রামের দুই ভাই জিলু মিয়া ও আনোয়ার হোসেনের সঙ্গে তাঁদের চাচাতো ভাই গণি মিয়া, বাদশা মিয়া, কাদির মিয়া ও শাহিন মিয়ার বিরোধ চলছিল। গতকাল থেকেই এই দ্বন্দ্ব চলছিল কিন্তু আজ সেই দ্বন্দ্ব হতাহতের রূপ নেয়।
সিলেটের ওসমানীনগর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ধারালো অস্ত্রের আঘাতে একজন নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার বেতখাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বেতখাই গ্রামের দুই ভাই জিলু মিয়া ও আনোয়ার হোসেনের সঙ্গে তাঁদের চাচাতো ভাই গণি মিয়া, বাদশা মিয়া, কাদির মিয়া ও শাহিন মিয়ার বিরোধ চলছিল। শুক্রবার এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত অবস্থার সৃষ্টি হলে বিষয়টি স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে আগামীকাল রোববার সালিসের মাধ্যমে মীমাংসার কথা ছিল।
এরই মধ্যে আজ সকাল ৯টার দিকে দুই পক্ষের আবার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আনোয়ার হোসেনসহ তাঁর পরিবারের কয়েকজন আহত হন। তাঁদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার হোসেন মারা যান।
ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল হক জানান, জমিজমা নিয়ে দুই পরিবারের মধ্যে পূর্ববিরোধ ছিল। গতকাল এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আগের ঘটনার জেরেই আজ হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশের অভিযান চালাচ্ছে।