
পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের নাজিরপুরে বিভিন্ন ধরনের অবৈধ মাছ ধরায় জালে অগ্নি সংযোগ করা হয়েছে। সোমবার ( ১২ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে আটককৃত ওই সব জালে অগ্নি সংযোগ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজাহারুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল জানান, এর আগে উপজেলার কালিগঙ্গা ও বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে প্রায় ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট, বাঁধা জাল ও চরপাটা, চায়না জাল আটক করা হয়। আটককৃত ওই সব জালের মূল্য প্রায় আড়াই লাখ টাকা।