
রাবি প্রতিনিধি:
আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতা-২০২৪ এর ফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয় বনাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খেলায় ক্যাচ ধরাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা শুরু হয়। এরপর আলোকসল্পতার কারণ দেখিয়ে উভয় দলকে যৌথ বিজয়ী ঘোষণা করে রাবি প্রশাসন।
সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় শুরু হওয়া খেলার দ্বিতীয় ইনিংসে এ বিশৃঙ্খলার সূচনা হয়। তখন খেলা স্থগিত ঘোষণা করা হয়।
প্রথম ইনিংসে ঢাকা বিশ্ববিদ্যালয় ২০ ওভরে ১৫০ রানের টার্গেট দেয়। বিকাল ৪টায় দ্বিতীয় ইনিংসের খেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ৭ উইকেটে ১৮ ওভারে ১২৮ রান করে। অর্থ্যাৎ জয়ী হতে তখন রাবির প্রয়োজন ছিল ১২ বলে ২০ রান। এ সময় একটি ক্যাচ ধরাকে কেন্দ্র করে রাবির শিক্ষার্থীরা মাঠে নেমে পড়ে এবং ঢাবির খেলোয়াড়দের প্রতি মারমুখী হয়ে উঠে।
এ সময় রাবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সকল শিক্ষক, পুলিশ প্রটোকল ও শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় দলকে নিরাপত্তা দিয়ে তাদের বাসে তুলে দেন।