
ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ- তিন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ১৯ আগস্ট ময়মনসিংহে বিএনপির পদযাত্রা সফল করতে ভালুকা পৌর এলাকায় লিফলেট বিতরণ করেছে উপজেলা ও পৌর বিএনপির নেতারা। ১৭ আগস্ট বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলমের নির্দেশে ভালুকা বাজার এলাকায় লিফলেট বিতরণ করেছে বিএনপির নেতা কর্মীরা।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন আহমেদ ও পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খানের নেতৃত্বে লিফলেট বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন, আইয়ুব আলী কমান্ডার, খালেদা নার্গিস, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, স্বপন কুমার বনিক, আবু রায়হান, আমান উল্লাহ তাজুন, উপজেলা শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগ, উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক নাজমুল আলম বাদল, পৌর শ্রমিক দলের সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন প্রমূখ।