
সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও মানাউরা প্রত্যাশা যুব সংঘের কার্যকরী পরিষদের দ্বী-বার্ষিক নির্বাচন-২০২৪ বিপুল উৎসাহ উদ্দীপনা, জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান ও বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে। দৃশ্য দেখে এসময় অনেকেই স্থানীয় নির্বাচনে মতো আমেজ মনে করেন।
শুক্রবার ৯ ফেব্রয়ারি বেলা ৩ টায় নন্দিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও অর্থ সম্পাদক এই চার পদে সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত হন। নূন্যতম এসএসসি পাশ ১১৮ জন সদস্য ভোটারের মধ্যে ১০৫টি ভোট কাস্ট হয়।
সভাপতি পদে ৬৩ ভোট পেয়ে কে এম শাহিন আহমদ, সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে ফখর উদ্দিন ৭৩ ও কোষাধক্ষ্য পদে জুয়েল আহমদ মুমিন ৮১ ভোট পেয়ে নির্বাচিত হন।
উপস্থিত ছিলেন, সিলেট আই নিউজের সাংবাদিক সৈয়দ হেলাল আহমদ বাদশা, মুরব্বি খলিলুর রহমান, বাবুল আহমদ, ইয়াছিন আলী, ছালে আহমদ, ইউছুফ আলী, ইলিয়াস আলী, সমছুল ইসলাম, প্রত্যাশা যুব সংঘের সদস্যদের মধ্যে শাহিন আহমদ, ইকবাল আব্দুল জব্বার, কবির আহমদ, হেলাল আহমদ, ফয়েজ আহমদ, জিয়া, শরিফ, দেলোয়ার, মাসুম, জুবের, নুমান, তিব্বিয়ান, ফখর, মুমি