
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে গাঁজা সেবনের অভিযোগে ৩জন ও ঝালকাঠি শহরে ইয়াবা ট্যাবলেটসহ ১জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবনকালে তিনজনকে আটক করা হয়। তাদের ১ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নলছিটি সহকারী কমিশনার ভুমি সমাপ্তি রায় এ আদেশ দেন।
সাজাপ্রাপ্ত মাদকসেবীরা হলেন, সরই এলাকার মৃত আজহার গাজির ছেলে কবির হোসেন রনি (৩৫) তোজাম্বর আলী সিকদারের ছেলে মাহফুজ সিকদার (২৯) ও জাকির হাওলাদারের ছেলে আরাফাত ইসলাম নয়ন (১৮)।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল কাদের বলেন, উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবনকালে তিনজনকে আটক করা হয়। তাৎক্ষণিক সেখানে আদালত বসিয়ে মাদকসেবিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ভঙ্গের দায়ে কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায়। একইসঙ্গে তাঁদের ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। আসামিদের ঝালকাঠি জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে সোমবার বিকেলে ঝালকাঠি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ঝালকাঠি পৌরসভার ২নং ওয়ার্ডের ডায়বেটিকস হাসপাতালের সামনে থেকে ৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রনি আরাফাত (২৫) কে আটক করে।
আটককৃত রনি রাজাপুর উপজেলার পিংরী এলাকার মোঃ নান্নু খানের ছেলে বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলিয়ে ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে রাতেই ঝালকাঠি সদর থানায় মামলা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে ঝালকাঠি আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক মুক্ত সামজ গড়ার লক্ষ্যে আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।