
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের হাটপাঙ্গাসী বাজার এলাকার আঞ্চলিক মহাসড়কের আনমানিক মাত্র দেরকিলো রাস্তা যেনো মরণ ফাঁদে পরিণিত হয়েছে। গুরুত্বপূর্ণ এই সড়কের ফজলের মোড় থেকে নাহিদ নিউ মার্কেট এলাকা পর্যন্ত আনুমানিক দেরকিলো সড়কের কার্পেটিং উঠে সৃস্টি হয়েছে বড় বড় গর্তের। দীর্ঘ ১৪ বছরেও সংস্কার করা হয়নি বাজার এলাকার রাস্তাটুক। ফলে যাবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ। বিশেষ করে মাদ্রাসা, স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, পুরাতন বগুড়া রোড আঞ্চলিক মহাসড়কটি মোটামুটি ভালো থাকলেও ভালো নেই উপজেলার হাটপাঙ্গাসী বাজার এলাকার রাস্তাটুকু। বিশেষ করে হাটপাঙ্গাসী ফজলের মোড় থেকে নাহিদ নিউ মার্কেট পর্যন্ত সড়কের অধিকাংশ জায়গায় কার্পেটিং উঠে তৈরি হয়েছে বড় বড় গর্তের। ঝুঁকি নিয়ে হেলে দুলে চলছে বিভিন্ন ধরনের যানবাহন।
এদিকে উপজেলার হাটপাঙ্গাসী স্হানীয় বেশ কয়েকজনের সাথে কথা হলে তারা জানান, আমরা স্হানীয় নেতাকর্মীদের নিকট গত দুই মাস আগে জানতে পেরেছি, সড়কটির টেন্ডার হয়েছে, অতি তাড়াতাড়ি কাজ শুরু হবে। এমতাবস্থায় জনসার্থে উপজেলার হাটপাঙ্গাসী ফজলের মোড় থেকে নাহিদ নিউ মার্কেট পর্যন্ত সড়কটি পাকা করার জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এ পথের হাজারো মানুষ।