
প্রেস বিজ্ঞপ্তি
মোগলাবাজারে শানে মোস্তফা (সা.) মহাসম্মেলন অনুষ্ঠিত শানে মোস্তফা (সা.) চর্চা করা নবী প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত — সাইয়্যিদ আল হাবীব, ভারত
রাসুল (সা.) এর ৪৪ তম বংশধর ভারতের উজানডিহীর পীর সাহেব সাইয়্যিদ আল হাবীব হযরত আল্লামা মুস্তাক আহমদ মাদানী বলেছেন, আল্লাহ চান সবসময় তাঁর বান্দারা তাঁর হাবিব (সা.) কে স্মরণ করুক, যাতে তাঁর হাবিবের শান-মান প্রকাশ পায়। যেহেতু নবী করিম (সা.) জগতবাসীর জন্য রহমতস্বরূপ। তাই যুগে যুগে মানুষ বিভিন্নভাবে রাসুল (সা.) কে স্মরণ করে আসছে। শানে মোস্তফা (স.) চর্চা করা নবী প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত। হযরত মোহাম্মদ (সা.) এর সৌন্দর্য এতই পূর্ণ তাতে কোন অপূর্ণতার কল্পনাও করা যায় না। তিনি এমন পুষ্প যাতে কোন কাঁটা নেই। তিনি এমন আলো যাতে কোন ধোঁয়া নেই।
আল্লামা মুস্তাক আহমদ মাদানী গত (১২ ফেব্রুয়ারি) সোমবার দক্ষিণ সুরমার মোগলাবাজার রেবতীরমণ সরকারি দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের মাঠে শানে মোস্তফা (সা.) মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মোগলাবাজার ইউনিয়ন শাখার উদ্যোগে সকাল ১১টা থেকে মধ্যে রাত পর্যন্ত মহাসম্মেলনে দেশ বিদেশের উলামায়ে কেরামগণ নসিহত পেশ করেন।
ছাহেবজাদায়ে রাঘবপুরী মাওলানা হাফিজ মারুফ আহমদ জুনেদ, দক্ষিণ সুরমা উপজেলা আল ইসলাহ’র সহ সভাপতি মাওলানা হাফিজ আব্দুস শহীদ, রেবতীরমণ সরকারি দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা ফয়ছল আহমদ ও দক্ষিণ সুরমা উপজেলা আল ইসলাহ’র সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল লতিফ রুহেলের পৃথক পৃথক সভাপতিত্বে বয়ান পেশ করেন জালালপুর জালালিয়া সিনিয়র ফাযিল মাদরাসার অধ্যক্ষ জফর উদ্দিন মোহাম্মদ আব্দুল মুনাইম মনজলালী, মহাখালী কামিল মাদরাসা ঢাকার প্রধান মুহাদ্দিস মাওলানা মাহবুবর রহমান, তাইয়্যিবা ফাউন্ডেশন সিলেটের পরিচালক মাওলানা হাফিজ মারজান আহমদ চৌধুরী ফুলতলী, ইমাম আযম আবু হানিফা (রহ.) ফাউন্ডেশন রাজশাহীর পরিচালক মাওলানা মুফতী মোহাম্মদ শাহ আলম, মোহনা টিভি ও মাই টিভির ধর্মীয় আলোচক মাওলানা মুফতী বেলাল আহমদ, দারুননাজাত আইডিয়াল মাদরাসা ঢাকার অধ্যক্ষ মাওলানা ছানা উল্লাহ জামালী, রারাই মুহাদ্দিস ছাহেব (রহ.) এর ছাহেবজাদা মাওলানা মোহাম্মদ আব্দুল বাকী খালেদ।
আনজুমানে তালামীযে ইসলামিয়া মোগলাবাজার ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক রাইয়্যান আহমদ রাফির পরিচালনায় শুরুতে খতমে খাজেগান ও মিলাদ শরীফ অনুষ্ঠিত হয়। শেষে আন নাবিউল আমিন-২ নামক স্মারক উন্মোচন ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
মহাসম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় অফিস সম্পাদক মারুফ আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, এডভোকেট ফরহাদ আহমদ, সিলেট পশ্চিম জেলা তালামীযের সহ সভাপতি মোহাম্মদ রেজাউল করিম, সহ প্রচার সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন, অর্থ সম্পাদক ইমরান আহমদ সূফী, সদস্য আশরাফুল হক চৌধুরী, মোগলাবাজার থানা তালামীযের সভাপতি নাজমুল ইসলাম রাজন, সহ সভাপতি রওনক আহমদ জামি, আব্দুল মুহিত জানু, সাধারণ সম্পাদক জামিল আহমদ, মোগলাবাজার ইউনিয়ন আল ইসলাহ’র সভাপতি মাওলানা খলিলুর রহমান, সাবেক সভাপতি হাফিজ সিরাজুল ইসলাম, লতিফিয়া ইমাম সোসাইটি মোগলাবাজারের সভাপতি মাওলানা আব্দুল গণী, মাওলানা বেলাল আহমদ, মোগলাবাজার ইউনিয়ন তালামীযের সভাপতি পারভেজ আহমদ মুন্না, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড মেম্বার রুমেল আহমদ, ১নং ওয়ার্ড মেম্বার ময়নুল হক, নইমিয়া দারুল কোরআন দাখিল মাদরাসা সুপার মাওলানা আব্দুল মুকদ্দিম, মোগলাবাজার ইউনিয়ন আল ইসলাহ’র সহ সভাপতি কামাল আহমদ, সুয়েব আহমদ, সাধারণ সম্পাদক ক্বারী সুজন আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মজির উদ্দিন, লতিফিয়া ক্বারী সোসাইটি মোগলাবাজার ইউনিয়ন প্রতিনিধি মাওলানা সামিনুল হক, মোগলাবাজার ইউনিয়ন তালামীযের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মিলাদ হোসেন রুমেল, সহ সভাপতি রুমন আহমদ, ইমতিয়াজ আহমদ কামরান, মাছুম আহমদ, সহ সাধরন সম্পাদক জাকির আহমদ, শাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক সুলতান আহমদ, আব্দুল মুহাইমিন নাঈম সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি
বার্তা প্রেরক
রাইয়্যান আহমদ রাফি
সাধারণ সম্পাদক
তালামীযে ইসলামিয়া,