
“আর ছুটি চাই না, শিক্ষা বিভাগকে এবার নন ভ্যাকেশন ডিপার্টমেন্ট ঘোষণা করুন”
গ্রীষ্মের ছুটি শীতকালীন ছুটির সাথে সমন্বয় করা হবে! বিভিন্ন কারণে বিশেষ করে জাতীয় নির্বাচন থাকায় শীতকালীন অবকাশ ও আর ভোগ করার সুযোগ হয়নি! এবার পবিত্র মাহে রমজানে ও পনের দিন বিদ্যালয়ের কার্যক্রম চলবে মর্মে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়! জাতীয় স্বার্থে এবং জাতির বৃহত্তর কল্যাণে আমরা শিক্ষকগণ সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানাই
কিন্তু আমরা ভ্যাকেশন ডিপার্টমেন্ট নামের তকমাটা রাখতে চাই না, দয়া করে এই এবার এই তকমাটা উঠিয়ে দিন! আমরা ছুটি ভোগ করতে পারছি না অথচ ভ্যাকেশন ডিপার্টমেন্ট নামের তকমাটা ওন করায় পেনশনার হিসেবে অন্য ডিপার্টমেন্ট থেকে বরাবরই আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আসছি! এটা কি ঠিক?! আমরা সেবা দিচ্ছি, দিতেও প্রস্তুত রয়েছি; আর তাই আমাদের দাবি – প্রজাতন্ত্রের অন্যান্য ডিপার্টমেন্টের মতো শিক্ষা প্রতিষ্ঠানকেও ননভ্যাকেশন ডিপার্টমেন্ট ঘোষণা করে গেজেট প্রকাশ করা হোক।
ধন্যবাদ
মোঃ ওমর ফারুক
সহকারী শিক্ষক (বাংলা)
সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খুলনা
ও
সাধারণ সম্পাদক
বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস), খুলনা জেলা শাখা; খুলনা।