
রানীশংকৈল প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কুমোরগন্জে বাইক নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে রিশাদ (২২) নামে এক ছাত্র নিহত এবং সন্দিপ (২০) নামে আরো একজন আশংকাজনক অবস্থায় আছে বলে জানা গেছে।
১৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুর ২:৩০ দিকে উপজেলার রাণীশংকৈল-নেকমরদ মহাসড়কের কুমরগন্জ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিশাদ উপজেলার পৌর শহরের ৩ নং ওয়ার্ডের ভান্ডারা গ্রামের দবিরুল ইসলামের ছেলে।
জানা যায়, মোটরসাইকেল যোগে দুই বন্ধু রাণীশংকৈল থেকে নেকমরদের দিকে যাওয়ার পথে কুমরগন্জ নামক এলাকায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপরজন আশংকাজনক অবস্থায়। পরে রাণীশংকৈল ফায়ার সার্ভিস স্টেশনে ফোন করলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একজনকে মৃত অপরজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে।
আহত ব্যাক্তিকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে অবস্হার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
রাণীশংকৈল ফায়ার স্টেশন কর্মকর্তা নাসিম ইকবাল জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছাই। একজনকে মৃত অপরজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। আহত ব্যাক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ছাড়াও লাশের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।আইনি ব্যবস্থা প্রক্রিয়াধিন।