
সাইদুল ইসলাম বিশেষ প্রতিনিধি:
রংপুরের কাউনিয়া সদরে (সানাই মোড়) ইদ্রিস আলী মার্কেটে মঙ্গলবার দিনে দুপুরে সাইদুল টেলিকম মোবাইলের দোকান থেকে ৪ লাখ টাকা চুরি যাওয়ার ঘটনা ঘটেছে।
সাইদুল টেলিকম নামের মোবাইল ও বিকাশ এজেন্ট সাইদুল ইসলাম বলেন, তিনি প্রতিদিনের মতো মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে বাড়ি থেকে ৪ লাখ টাকা নিয়ে এসে দোকানের ড্রয়ারে রেখে দোকান ঝাড়ু দিয়ে পাশের টিউবওয়েল থেকে পানি আনতে যান। ফিরে এসে দেখেন তার দোকানের ড্রয়ার খোলা এবং সেখানে রাখা ৪ লাখ টাকা নেই। টাকা দেখতে না পেয়ে সে হাউমাউ করে কাঁদতে থাকে এবং তার সব পুঁজি শেষ বলে বিলাপ করতে থাকে। এ খবর বাড়িতে পৌঁছিলে পরিবারে কান্নার রোল পড়ে যায়। সকাল বেলা দোকান চুরির ঘটনায় দোকান ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। বেশ কিছু দিন থেকে কাউনিয়ায় ব্যাপক হরে চুরি বৃদ্ধি পেয়েছে।
ওসি মাহফুজার রহমান বলেন, চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেয়া হবে।