
নিজস্ব প্রতিবেদক
পটুয়াখালীতে পার্লার উদ্ভোধন অনুষ্ঠানে এসে গণমাধ্যমকর্মীদের এরিয়ে গেলেন টলিউড নায়িকা অপু বিশ্বাস।
মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারি বিকেলে পৌর শহরের পিটিআই রোডে এলিট হাউজ ২’য় তলায় জাহান্স ব্রাইডাল পার্লার উদ্ভোধন করতে এসে এ ঘটনা ঘটে। কেন গনমাধ্যম কর্মীদের সাথে মুখ খুলেননি অপু বিশ্বাস এনিয়ে চাঞ্চল্যকরের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, পার্লার উদ্ভোধন করতে এসে গাড়ি থেকে নেমে হেটেই সরাসরি পার্লার রুমে ঢুকে যায় টলিউডের নায়িকা। অনেক সময় অপেক্ষা করার পরও অপু বিশ্বাস গণমাধ্যম কর্মীদের সাথে কথা না বলেই পার্লারের ভিতর থেকে বেড়িয়ে এসে ২-৪ মিনিটের মধ্যেই গাড়িতে উঠে চলে যান। সেখানে গণমাধ্যম কর্মীদের নট এলাউ করার কারনে রহস্যময় এ ঘটনার কারন জানা যায়নি।
কি কারনে কেনইবা গণমাধ্যম কর্মীদের এরিয়ে গেলেন এমন প্রশ্নের উত্তর দিতে পারেননি জাহান্স ব্রাইডাল বিউটি পার্লারের সত্যাধিকারী ইসরাত জাহান পিতা- রফিকুল ইসলাম পটুয়াখালী কলাপাড়া মেয়ে।
স্বত্বাধিকারী ইসরাত জাহানের প্রোগ্রামের কোন শৃঙ্খলা ছিল না।