
প্রেস বিজ্ঞপ্তি
ঝিনাইদহ হতে ১৪৮০ পিচ ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব
র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও সমাজে মাদকের ভয়াল থাবার বিড়ম্বনা রোধকল্পে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে র্যাব জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৪ আগষ্ট ২০২৩ তারিখ র্যাব-৬, সিপিসি- ২, ঝিনাইদহ র্যাব ক্যাম্প এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে একই তারিখ দিবাগত রাতে ঝিনাইদহ জেলার সদর থানার আরাপপুর জামতলা সড়কস্থ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীঃ-১। সাজ্জাদ হোসেন টিপু (৩০), থানা-সদর, জেলা-ঝিনাইদহ, ২। মোঃ বাপ্পি মুন্সি (২৫), থানা- শৈলকুপা, জেলা- ঝিনাইদহ বর্তমান ঠিকানা থানা-ইবি, জেলা-কুষ্টিয়াদেরকে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ১৪৮০ পিচ, ০৩ টি মোবাইল এবং ০৬ টি সিমকার্ডসহ উদ্ধার করে।
গ্রেফতারকৃত আসামীদেরকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করতঃ আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়।