
প্রেস বিজ্ঞপ্তি
বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাজধানীর কাপ্তান বাজার, ওয়ারী ও যাত্রাবাড়ীর ডিমের আড়তে র্যাব কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা।
প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাব দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষে সবধরনের অপরাধীকে আটক করে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়া প্রতারণা ও জালিয়াতি দমন র্যাবের একটি গুরূত্বপূর্ণ ও চলমান অভিযান। র্যাবের এই অভিযান দেশের সকল মহলে প্রশংসিত হয়েছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৪/০৮/২০২৩ খ্রিঃ তারিখ ভোর ০৪:৩০ ঘটিকা হতে দুপুর ১৩:০০ ঘটিকা পর্যন্ত র্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাজহারুল ইসলাম ও র্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কাপ্তান বাজার, ওয়ারী ও যাত্রাবাড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে। এসময় উক্ত ভ্রাম্যমাণ আদালত উল্লেখিত এলাকায় ক্রয়-রশিদ ব্যতীত ডিম ক্রয় করে অতিরিক্ত মুনাফা লাভের উদ্দেশ্যে বিক্রয়-রশিদ ব্যতীত অধিক মূল্যে ডিম বিক্রি করার অপরাধে ২৭টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১২,১৫,০০০/- (বারো লক্ষ পনেরো হাজার) টাকা জরিমানা প্রদান করেন।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা লাভের উদ্দেশ্যে অধিক মূল্যে ডিম বিক্রি করে আসছিল।