
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৭, ২০২৫, ১০:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৪, ২০২৪, ৬:৫৩ পি.এম
কচুয়ায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা বিষয়ক কর্মসূচি অনুষ্ঠিত

উজ্জ্বল কুমার দাস (কচুয়া, বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের কচুয়ায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা বিষয়ক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৩ ফেব্রুয়ারী (মঙ্গলবার) উপজেলার চরকাঠী স্বপ্নসারথি দলের অভিভাবকদের সাথে এদিন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় কমিশনার অফিসের পরিচালক(স্থানীয় সরকার) মোঃ হুসাইন শওকত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-পরিচালক ডাঃ মোঃ কামরুল হাসান(স্থানীয় সরকার)বাগেরহাট।
ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি কতৃক আয়োজিত অভিভাবক ও মতবিনিময় সভা সঞ্চালনায় ছিলেন, এ্যাসোসিয়েট অফিসার রেখা বিশ্বাস।কর্মসূচির চলমান কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত ভাবে উপস্থাপন করেন খুলনা অঞ্চলের জোনাল ম্যানেজার প্রশান্ত কুমার দে।ব্র্যাকের পক্ষে আরো উপস্থিত ছিলেন জেলা ব্যাবস্থাপক পলাশ হালদার ,বাগেরহাট আঞ্চলিক কার্যালয়ের জেলা সমন্বয়কারী এসএম ইদ্রিস আলম। এদিন টেকনিক্যাল সেশনে ২৫ জন স্বপ্ন সারথি অভিভাবকগন অংশ গ্রহণ করেন।
এদিন প্রধান অতিথি স্বপ্ন সারথিদেরকে বাল্য বিয়ে প্রতিরোধে গঠন মুলক পরামর্শ প্রদান করেন, এবং বাল্য বিয়ে বন্ধে সরকারি হট লাইন নম্বর ব্যবহার করার নির্দেশ দেন।অভিভাবকদের বাল্য বিয়ের ক্ষতিকরদিক তুলে ধরেন, মেয়েদের ১৮ বছরের আগে বিয়ে না দেওয়ার জন্য এবং হাতে স্মার্ট ফোন তুলে না দেওয়ার জন্য অনুরোধ করেন।তিনি এই কার্যক্রমকে যুগোপযোগী উদ্যোগ বলে মন্তব্য করেন ও এর ভূয়সী প্রশংসা করেন।এরূপ কার্যক্রম দেশব্যাপী থাকা দরকার বলে মতামত দেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।