
বিশেষ প্রতিনিধি সজীব সুত্রধর ফরিদপুর সদর :
বাংলাদেশ সেচ্ছাসেবকলীগ সালথা উপজেলা শাখার সংগ্রামী সহ-সভাপতি মমিনুল ইসলাম বাবু এর জন্মদিন উপলক্ষে কেক কেটে ও আতস বাজী জালিয়ে জন্মদিন উদযাপন করা হয় এ সময় উপস্থিত ছিলেন জেড এম রাইচ এন্ড কনজুমার লিমিটেড এর চেয়ারম্যান সুমি আক্তার। জেড এম রাইচ এন্ড কনজুমার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট সমাজ সেবক ও সাংবাদিক মোহাম্মদ জহির মোল্লা রিজওনাল সেলস ম্যানেজার ওহিদুজ্জান. শরীফ মাতুব্বর সেলস অফিসার নাবিল গ্রুপ তৈয়ূবুর রহমান আরো অনকেই এ সময় কেক কাটেন বাংলাদেশ সেচ্ছাসেবক লীগ সালথা উপজেলা শাখার সংগ্রামী সহ সভাপতি মমিনুল ইসলাম বাবু চৌধুরী। জন্মদিনের আয়োজন করা হয় জেড এম রাইচ এন্ড কনজুমার লিমিটেড এর অফিসে। মৃধা সুপার মার্কেট ২য় তলা কানাইপুর বাসস্ট্যান্ড সদর ফরিদপুর।