
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ৩:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৪, ২০২৪, ৯:৩৭ পি.এম
উপজেলা প্রেসক্লাব ভালুকার ১০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ- ময়মনসিংহের ভালুকায় উপজেলা প্রেসক্লাব ভালুকার ১০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১৪ ফেব্রুয়ারী বুধবার বিকেলে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে দিবসটি উপলক্ষে দোয়া, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রেসক্লাব ভালুকার সভাপতি শাহ মোঃ আকরাম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুর্শিদুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মহিউদ্দিন, আশপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ, ভালুকা আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি নজরুল ইসলাম সরকার, শেফার্ড গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের জেনারেল ম্যানেজার মোকলেসুর রহমান, নারী নেত্রী মাহমুদা সুলতানা মুন্নি, ভালুকা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন, ভালুকা মডেল থানার ইন্সপেক্টর তদন্ত জাহাঙ্গীর আলম, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) কামরুজ্জামান মুকুল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফসানুল ইসলাম খান রাফি, তাতীলীগ সভাপতি কামরুজ্জামান প্রমূখ। এছাড়াও উপজেলা প্রেসক্লাব ভালুকার সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।