
নিজস্ব প্রতিবেদক
অগ্নি দগ্ধের যন্ত্রনায় হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে আহত জেলে। চিকিৎসার ব্যায় গোছাতে হিমশিম খাচ্ছেন। উন্নত চিকিৎসার জন্য সমাজের বিত্তবানের সহযোগিতা কামনা করেছেন তার পরিবার। কলাপাড়া হাসপাতালের বেডে থেকে এমনই আকুতি করেছেন আগুনে পোড়া জেলে সাহেব আলী।
উপজেলার গঙ্গামতির খাল গোড়ায় বঙ্গোপসাগরের মোহনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে দুই জেলে দগ্ধ হয়েছে। এরা হলেন সাহেব আলী (৪৫) ও মামুন (২৪)। এসময় আগুনে পুড়ে গেছে ওই ট্রলার ও মাছধরার সাভার জাল। এ ঘটনায় ট্রলার মালিক ইছা গাজীর প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়। মঙ্গলবার দুপুরের দিকে গঙ্গামতি সংলগ্ন সাগরে এ দুর্ঘটনা ঘটে।
আহত জেলেরা জানান, ট্রলারে ৬ জন জেলেসহ ধুলাসার ইউনিয়নের ধোলাই মার্কেট থেকে বঙ্গোপসাগরে মাছ ধরার উদ্দেশ্যে রওয়ানা দেয়। পরে সাগর মোহনায় পৌছলে রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে বিস্ফোরিত হয়। সাহেব আলী ও মামুনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়।
কলাপাড়া হাসপাতালের ডাক্তার সাবরিনা জানান, সাহেব আলীর ১৫% পুড়ে গেছে। এখানে চিকিৎসা দেয়া যাবে তবে উন্নত চিকিৎসার জন্য যেতে পারেন। আপনারা ভালো চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলায় নিতে পারেন কোন সমস্যা নেই।