
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উপলক্ষে পাঙ্গাসী ইউনিয়ন বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সিরাজগঞ্জের রায়গঞ্জের ৮ নং পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম নান্নু। প্রতি বছরের ন্যায় এবারও উৎসাহ উদ্দীপনা ও বিভিন্ন অনুষ্ঠানাদির মধ্য দিয়ে ১৪ ফেফ্রয়ারী বুধবার উদযাপন করা হয় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা।
এ সময় সরস্বতী পূজা উপলক্ষে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নবাসীর হিন্দু ধর্মাবলম্বীসহ সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন তিনি। পরিশেষে সকলকে সরস্বতী পূজার শুভেচ্ছা জানান, উপজেলার পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ও উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ রফিকুল ইসলাম নান্নু।