
খান মোঃ রফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:
আজ ১৫ ই ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার আনুমানিক সকাল ৬.৩০ মিনিটে নারায়নগঞ্জের লিঙ্ক রোডে সাইনবোর্ড, আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে মোঃ মতি মিয়া (৬০) নামের একজন (এনডিই) কন্টাসন এর সিকিউরিটি, রাস্তা পারাপারের সময় গাড়ীর চাকার পৃস্ঠে সংঙ্গে সংঙ্গে মারা যায়। তবে কোন গাড়ী তাকে মেরে গেল তাহা কেহই বলতে পারছেনা।
একজন লোক বলল একটা মাইক্রো বাস খুব দ্রত চলে গিয়াছে সাইনবোর্ডের দিকে। তবে জানা যায় তার কলিক ডিউটিরত সিকিউরিটি তাকে রাস্তা থেকে রাস্তার পশ্চিম পার্সের স্টোর রুমে নিয়ে রাখেন।
তিনি বলেন, নিহত কে আমি রাস্তায় পাই তবে তার পায়ের একটা জুতা রাস্তার পূর্ব পাসে এবং একটি পায়ের সাথে পাওয়া গিয়াছে। ধারনা করা হচ্ছে রাস্তার মাঝের আইল্যান্ড পার হবার সময় হয়ত পা পিছলে পড়ে গেলে অজানা কোন গাড়ী তার মাথায় আঘাত করে দ্রুত পালিয়ে যায়। তখন সকাল বেলা বিধায় কোন লোক জন রাস্তায় ছিল না। তাই প্রত্যক্ষদর্শী হিসাবে কাউকে পাওয়া যায়নি।
তার স্থায়ী বাড়ী শরিয়তপুর জেলার ডামুড্যা এলাকার সদরের গ্রামে।ওখানের এম পির বাড়ীর কাছেই তার বাড়ী বলে জানান তার ছেলে।
নিহতের দুজন স্ত্রী, এক জন গ্রামের বাড়ীতে ৩ ছেলে ১ মেয়ে নিয়ে বসবাস করে। দ্বিতীয় স্ত্রী সিদ্ধিরগঞ্জে সাহেবপাড়া এলাকার রগুনাতপুরে তার স্বামীর সাথে বসবাস করত।এখানে তার ২ মেয়ে ১ ছেলে আছে।
তার এক বোন বলেন, তারা কোন থানা পুলিশ অভিযোগে যেতে চায় না। তিনি যে টাকা এডিই এর কাছে পাওনা আছে তাহা দিলে তারা তাদের মরদেহ নিয়ে তাদের গ্রামের বাড়ী নিয়ে যেতে চায়।