
মুহাম্মদ জাহিদ হাসান চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি:
১৩ ফেব্রুয়ারী’২৪ইং মঙ্গলবার বাদ যোহর ফেনীর ফুলগাজী থানাস্থ মুন্সীরহাট দারুল উলুম মাদ্রাসার মজলিসে শুরার অধিবেশন মজলিসে শুরার অন্যতম সদস্য ও ফেনী জামিয়া রশিদিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি শহীদুল্লাহ দা. বা. এর সভাপতিত্বে মাদ্রাসার অফিস কক্ষে অনুষ্ঠিত হয়।
বৈঠকে মাদ্রাসার গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা পর্যালোচনা পরবর্তী প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হয়। আজকের বৈঠকে শুরা সদস্যগণ অত্র মাদ্রাসার তালিম -তরবিয়তের বর্তমান অবস্থার উপর সন্তুষ্টি প্রকাশ করে মহান রবের প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন এবং মাদ্রাসাটির উত্তরোত্তর উন্নতি কামনা করেন।
বিগত ২৬জুন অত্র মাদ্রাসার প্রয়াত মুহতামিম মাওলানা রিদওয়ান হাবীব কাসেমী রহ. এর ইন্তেকালের পর শুরা কমিটির জরুরি বৈঠকে তাৎক্ষনিকভাবে অত্র মাদ্রাসা পরিচালনার জন্য ফেনী জেলা তানজিমুল মাদারিসের বিশেষ মুরুব্বি ও ফেনী জামিয়া মাদানিয়া সিলেনিয়ার নায়েবে মুহতামিম মাওলানা মুফতি আহমদ উল্লাহ কাসেমী সাহেবকে মুহতামিম ও মাদ্রাসার নাজিমে তালিমাত মাওলানা নুরুল ইসলাম সাহেবকে নির্বাহী মুহতামিম হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছিল, আজকের বৈঠকে মাওলানা মুফতি আহমদ উল্লাহ কাসেমী সাহেবকে মাদ্রাসার সদরে মুহতামিম ও মাওলানা নুরুল ইসলাম সাহেবকে মুহতামিম হিসেবে নির্বাচন করা হয়।
মজলিসে শুরার অধিবেশনে উপস্থিত ছিলেন ফেনী জামিয়া মাদানিয়া সিলেনিয়া মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা মুফতি আহমদ উল্লাহ কাসেমী সাহেব, ফেনী জামিয়া ইসলামিয়ার মুহতামিম মাওলানা মুমিনুল হক জাদীদ সাহেব, ফুলগাজি আশ্রাফিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি ইউসুফ সাদেক সাহেব, ফেনী লালপোল সোলতানিয়ার মুহতামিম মাওলানা কারী কাসেম সাহেব, ওলামা বাজার মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা শিব্বির আহমদ সাহেব, দেবপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা হুসাইন আহমদ সাহেব, পৈথারা মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল ওয়াদুদ সাহেব, পরশুরাম কোলাপাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফিজ সাহেব, দরবারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব কাজী ইকরাম উল্লাহ সাবলু, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মুজাম্মেল হক সোহেল, জনাব নিজাম উদ্দিন ডালিম ও জনাব হেলাল মজুমদার।