প্রেস বিজ্ঞপ্তি
সাতক্ষীরা জেলার সদর থানার ভোমরা ইউনিয়ন এলাকা হতে ২৩০০ (দুই হাজার তিনশত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব- ৬।
র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সম্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে।
এছাড়াও বিভিন্ন সময়ে অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও বিবিধ প্রতারক চক্র গ্রেফতারসহ চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সন্মানিত।
এরই ধারাবাহিকতায় সিপিসি-১, র্যাব-৬ (সাতক্ষীরা ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, সাতক্ষীরা জেলার সদর থানাধীন ভোমরা ইউনিয়নের নবাতকাটি সাকিনস্থ জৈনক মোঃ ফারুক হোসেন (৪২) এর বসতবাড়িতে কতিপয় ব্যক্তি নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয় করার উদ্দেশ্যে মজুদ করেছে।
উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখ আনুমানিক দুপুর ১২.০৫ ঘটিকার সময় উক্ত বাড়িতে অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ ফারুক হোসেন (৪২), পিতা- ছলেমান সরদার, মাতা- রিজিয়া খাতুন, গ্রাম-নবাতকাটি ২। মোঃ ইউসুফ হোসেন (২৩), পিতা- ইসমাইল হোসেন, মাতা- ছবুরা খাতুন, সাং- ডাকাতপোতা, ইউনিয়ন- আলীপুর, উভয় থানাঃ সাতক্ষীরা সদর, জেলা-সাতক্ষীরাদেরকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে স্বাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ২৩০০ পিচ ইয়াবা ট্যাবলেট, বিভিন্ন নামীয় ১০ টি জাতীয় পরিচয় পত্র উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামী ১। মোঃ ফারুক হোসেন (৪২), ২। মোঃ ইউসুফ হোসেন (২৩), দের’কে প্রাথমিক জিঙ্গাসাবাদে জানা যায় যে তারা দীর্ঘদিন যাবতৎ মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হইয়াছে।
পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদ্বয় কে সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তর করা হয় মামলা নং-১৬ তারিখঃ ১৫/০২/২০২৪ ইং।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]