
প্রেস বিজ্ঞপ্তি
চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ এই মন্ত্রে দীক্ষিত হয়ে গত ২৪ ঘন্টায় মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে রংপুর জেলার মিঠাপুকুর থানা এলাকা হতে ৩৩.৯ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী’কে আটক করেছে র্যাব-১৩, মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দ।
মাদকের কালো থাবায় আক্রান্ত সারা বিশ্ব। মাদকের বিস্তার এখন শুধু শহরেই নয়, গ্রামেও ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে। এর বিষাক্ত ছোবল শেষ করে দিচ্ছে তারুণ্যের অমিত সম্ভাবনাকে। মূল্যবোধের অবক্ষয়, প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির অসামঞ্জস্যতা এবং নানাবিধ হতাশার সুযোগ নিয়ে মাদক তার কালো হাত প্রসারিত করেছে তরুণ সমাজের প্রতি।
নিষিদ্ধ জগতে অস্ত্রের পর মাদকই সবচেয়ে লাভবান ব্যবসা। বিশেষ করে ফেনসিডিল ও ইয়াবা সহজলভ্য ও বহনযোগ্য বলে এর বিস্তাার হয় সহজেই। রংপুর বিভাগের জেলা সমূহে মাদকের বিস্তার অন্যান্য বিভাগের তুলনায় অপেক্ষাকৃত কম হওয়া সত্বেও গত কিছুদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে কিছু দুষ্টু চক্র এর ব্যাপকতা বাড়ানোর চেষ্টা করে আসছে। তাই নির্বাচন পরবর্তী সময়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১৩ মাদক বিরোধী অভিযানে তার সর্বশক্তি প্রয়োগ করেছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৬ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ ভোর ০৫.২০ ঘটিকায় র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন বলদিপুকুর গ্রামস্থ রংপুর ডেইরী এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেডের সামনে রংপুর টু ঢাকাগামী মহাসড়কের উপর চেকপোষ্ট করাকালীন একটি ট্রাক তলাøশি করে অবৈধ মাদকদ্রব্য ৩৩.৯ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী ১। মোঃ দুলাল ইসলাম (৩৫) (ড্রাইভার), পিতা-আলালউদ্দিন, ২। মোঃ জামিনুল (৩০) (হেলপার), পিতা-মৃত ফয়েজ উদ্দিন, উভয় সাং-কুলাঘাট, থানা ও জেলা-লালমনিরহাটদ্বয়’কে গ্রেফতার এবং মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি ট্রাক জব্দ করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে বলে স¦ীকার করে। ধৃৃত আসামীদের বিরুদ্ধে রংপুর জেলার মিঠাপুকুর থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মূলকপি স্বাক্ষরিত…. মাহমুদ বশির আহমেদ স্কোয়াড্রন লীডার উপ-পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে মোবাঃ ০১৭৭৭৭১১৩০৩ তারিখঃ ১৬/০২/২০২৪ খ্রিঃ।