
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা সদরের পুরাতন ষ্টিমারঘাট এলাকার নাহিয়ান এন্টার প্রাইজ নামের একটি নির্মান সামগ্রীর দোকানে ও ভিটাবাড়ী গ্রামের এক শিক্ষকের ঘরের দরজার স্টিলের খিল কেটে চোরেরা চুরি করেছে। প্রায়ই এ উপজেলার কোন না কোন এলাকায় দোকান,বাড়ি ঘরে চুরি হচ্ছে।
নাহিয়ান এন্টার প্রাইজের মালিক মো. সামজিদ মিয়া জানান, চোরের দল বৃহস্পতিবার দিবাগত রাতে দেকানের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দোনানের ড্রয়ারের তালা ভেঙে নগদ ৮ হাজার টাকা ও ৩টি চেক বই চুরি করে নিয়ে যায়। পুলিশ শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।
অপরি দিকে উপজেলার ভিটাবাড়ীয়া গ্রামের শিক্ষক আবুল কালাম শিকদার জানান, তিনি স্ব-পরিবারে মংলা জেলায় বেড়াতে গেলে ফাঁকা ঘরে ওইদিন বৃহস্পতিবার দিবাগত রাতে চোরের দল হানা দেয়। তার পাকা ভবনের দরজার স্টিলের খিল কেটে ঘরে প্রবেশ করে আলমিড়া ভেঙে ১ ভরি স্বর্ণালঙ্কার, নগত ১৫ হাজার টাকা, দলিল-পর্চা সহ প্রয়োজনীয় মূল্যবান আসবাপত্র নিয়ে যায়।
এ ছড়া চোরের দল সম্প্রতি ভান্ডারিয়া লঞ্চঘাট এলাকায় প্রাণীসম্পদ কার্যালয়ে বাথ রুমের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ৫ লক্ষ টাকা মূল্যের গভাদি পশুর আল্ট্রাসোন মেশিন, লঞ্চঘাটের টার্মিনালের লোহার মোটা শিকল ও একটি দোকানে, লক্ষীপুরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আমির খসরু মাহমুদের স’মিলের মোটর বাধাঁর লোহার তালা শিকল এবং বৈদ্যুতিক পুল থেকে মিলের বৈদ্যুতিক সার্ভিস তার কেটে নিয়ে যায়।
এ ছাড়া ভান্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদ্রাসার নির্মানাধীন ভবনের কয়েক প্যাকেট টাইলস চুরি করে নিয়েছে। এ দিকে মিয়াবাড়ীর একজন বিশিষ্ট ব্যক্তি তালাবদ্ধ বাড়ীর তালা ভাঙার পরে পুলিশ কয়েক ব্যক্তিকে গ্রেপ্তারের পর চুরি কিছুদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার রাতে আবারও চুরির ঘটনা ঘটেছে।