
রাবি প্রতিনিধি:
প্রথমবারের মতো ৯টি বিভাগে ১৫ জন শিক্ষার্থীকে অ্যাম্বাসেডর কোহার্ট-১ নিযুক্ত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) পাঠক ফোরাম। ১৬ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকাল ৫টায় সংগঠনটির কার্যালয়ে সভাপতি মো. সাগর ইসলামে তাদের নাম ঘোষণা করেন।
অ্যাম্বাসেডররা হলেন, বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বিজনেস স্টাডিজ বিভাগে সজল আহমেদ, সমাজকর্ম বিভাগে মো. জাহিদ হাসান ও মো. শামসুজ্জোহা শিশির, সমাজবিজ্ঞান বিভাগে অভ্র কুমার বিশ্বাস ও তামান্না বেগম, উর্দু বিভাগের খাদিজা আক্তার ও শফিক মোল্লা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের কবির আহমেদ ও মো. আহসানুল হক সিহাব, আরবি বিভাগের ফজলে রাব্বী পরশ, ইতিহাস বিভাগে মাহির নিহার সুলতানা, রনি ইসলাম এবং মমিনুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সৌরভ শিল এবং বাংলা বিভাগে মো.জুয়েল ইসলাম।
প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরাম একটি ক্যারিয়ার গঠনমূলক ছাত্র সংগঠন। ১৯৮৯ সালের ৪ই এপ্রিল আরিফ হাসনাতের হাত দিয়ে প্রতিষ্ঠিত হয়ে ৩৫ বৎসর পূর্ণ করতে যাচ্ছে।