
নিজস্ব প্রতিবেদক
বরগুনা জেলার আমতলী উপজেলাধীন আমড়াগাছিয়া হুসাইনপুরস্থ ঐতিহ্যবাহী খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের তিনদিনব্যাপী মাহফিল তৃতীয় দিন বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, তিন দিন মাহফিল শুরু হয়েছে। লক্ষধিক ধর্মপ্রাণ মুসল্লিদের জমাতের পরিচালনা করেন। ছারছিনা দরবারে আলহাজ্ব হযরত শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ (মাঃ আঃ) তিন দিন ব্যাপী এই মাহফিলে দেশ বরেণ্য আলেম ওয়ালামাগন ওয়াজ নসিহত করেন। ওয়াজ মাহফিলের শেষ দিন শুক্রবার জুমার নামাজ বাদ লক্ষধিক মানুষ মোনাজাতে অংশ নেন।
আমতলীতে আমড়াগাছিয়া খানকার কমপ্লেক্স ময়দানের মাহফিলে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লী অংশ নেন।
এই ওয়াজ মাহফিলে উপস্থিত ছিলেন ১ আসনের সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু আখেরি মোনাজাতের ছারছিনা শরীফের পীর দেশ ও মুসল্লী উম্মত শান্তি সমৃদ্ধি কামানা করে দোয়া মোনাজাত করেছেন এলাকার দেশবাসীর জন্য দোয়া চেয়েছে।