
রাবি প্রতিনিধি:
রাজশাহীতে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কার্যালয়ে কেক কাঁটা ও আলোচনা সভার মধ্য দিয়ে জন্মদিন পালিত হয়।
আয়োজনে ঢাকা পোস্টের ক্যাম্পাস প্রতিনিধি জুবায়ের জিসানের সঞ্চালনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে ঢাকা পোস্টের সাফল্য কামনা করে বলেন, বাজারের হাজারো নিউজ পোর্টালের মধ্যে ঢাকা পোস্ট প্রথম সারির দিকে আছে। তাঁরা সবসময় সত্য নিউজ প্রকাশ করে থাকে। আর কখনো ঢাকা পোস্টে ভুল তথ্য চোখে তাঁর পরেনি। আশা করি তারা সবসময় সত্যের পথে থাকবে।
এসময় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মোজাম্মেল হোসেন বকুল বলেন, ঢাকা পোস্টেকে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানাই। অনলাইন জগতে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে প্রতিষ্ঠানটি। অনলাইন জগতে ঢাকা পোস্ট তিন-চারটি গণমাধ্যমের মধ্যে একটি। ঢাকা পোস্টকে দেখি পরিচ্ছন্ন সংবাদ প্রকাশ করে। আরও ভালো কনটেন্ট প্রকাশিত হোক, এটাই আশা করি।
এসময় আরও উপস্থিত ছিলেন, রাবি প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক জুবায়ের জামিল, দপ্তর সম্পাদক মনির হোসেন মাহিন, ক্রিয়া সম্পাদক আসাদুল্লাহিল গালিবসহ ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকবৃন্দ।