
দেলোয়ার হোসেন সোহেল
রাজশাহী তানোর পৌর এলাকার ধানতৈড় গ্রামে ঘটে এমন ঘটনা মৃত সুকচানের ছোট ছেলে আব্দুর রশিদ (৪০)তার আপন বড় ভাই ইব্রাহিম রাজ (৬৩) কে মেরে যখন করেছে।
বাদী ইব্রাহিম রাজ (৬৩) অভিযোগে উল্লেখ করেন, আমার ছোট ভাইয়ের সাথে এখন হইতে অনুমানিক প্রায় ৩ বছর পূর্বে জমি জমা সংক্রান্ত বিষয়ে আমার বিরোধ হয়। পরবর্তীতে গ্রামের গন্যমাণ্য ব্যক্তিদের নিয়ে ভূমি অফিসে বসে সকল কাগজ পত্র যাচাই বাছাই করে আমার নামে রায় প্রদান করে। এখন পর্যন্ত তার সাথে আমি কথা বলি না।
কিন্তু সেই সূত্রের জের ধরিয়া এবং পূর্ব শ্রত্রতার মূলক ভাবে অদ্য ১৬/০২/২০২৪ ইং তারিখে দুপুর ১ ঘটিকার সময় আমি জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার জন্য বের হলে আমার উপরে বর্ণিত বিবাদী আমাকে পথিমধ্যে ধরে কোন কথা না বলেই এবং কোন কারণ ছাড়াই আমাকে হত্যার উদ্দেশ্য আমার গলা চিপে ধরে মাটিতে লুঠিয়ে ফেলে এবং মাঠিতে লুটিয়ে ফেলে এলোপাথাড়ি ভাবে মারধোর শুরু করে বিবাদী জোরে জোরে আমাকে আঘাত করে আমার কান এবং ঘাড় যখম করে দেয়।
এমতাবস্থায় বিবাদীর সহিত দ্বন্দ্বে লিপ্ত না হইয়া বাদী ইব্রাহিম রাজ থানায় অভিযোগ ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।