
রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালী উপজেলার ৬৯ টি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই। উপজেলার ৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১২টি মাদ্রাসা ও ৩টি জুনিয়র মাধ্যমিক বিদ্যালয় নিজস্ব কোন শহীদ মিনার নেই। এ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নানা উপকরণ দিয়ে অস্থায়ীভাবে শহীদ মিনার নির্মাণ করে শ্রদ্ধা জানান।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিবুর রহমান জানান, আমি উপজেলা সমন্বয়ে মিটিং সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করব।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান জানান, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার থাকা দরকার তবে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই তারা অস্থায়ীভাবে শহীদ মিনার তৈরি করে একুশে ফেব্রুয়ারি অনুষ্ঠান সম্পন্ন করে। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা জানান, তালিকা তৈরি করে মাননীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসক মহোদয় কে অবহিত করা হবে। যথা শিগগিরই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ কাজের উদ্যোগ নেওয়া হবে।
কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু জানান, উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে শহীদ মিনার নির্মাণ কাজের উদ্যোগ নেওয়া হবে এবং আমি ব্যক্তিগত অর্থ দিয়ে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করেছি।