
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়ায় পরিবেশ সংরক্ষন আইন লঙ্গন করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে একজনকে জরিমানা করা হয়েছে। আজ শনিবার উপজেলার সাপলেজা ইউনিয়নের নলী এলাকায় ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫’ বাস্তবায়নের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় কাঠ পুড়িয়ে অননুমোদিত পদ্ধতিতে পরিবেশ দূষণ করে কয়লা তৈরি করতে দেখা যায়। উক্ত অপরাধে মোবাইল কোর্টে নলী জয়নগর গ্রামের মোঃ রিমন খানের পুত্র মোঃ রিফাত খানকে ১০০০০ ( দশ হাজার) টাকা জরিমানা করা হয় একই সাথে অবৈধ চুলা বিনষ্ট করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম।